কে যাবি পারেরে ভাই
আয় ত্বরা করি
মদীনার ঘাটে তরী
রাসুল কান্ডারী
ওমর উসমান হযরত আলী
আবু বক্কর দাঁড়ে
ঐ তরীর সব মাঝি মাল্লা
গাইছে সুরে সুরে
লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে
দিলরে পাল ছাড়ি
গুনের রশি ধরছে টানি
ফেরেস্তাদের বহর
নোঙর করতে ভিড়বে তরী
বেহেস্তেরী চর
ঝড় তুফানের নাই কোন ডর
দিল দরিয়ায় পাড়ি
সেই তরণী দিন রজণী
বান্ধা আছে ঘাটে
দিলের কপাট খোল্লে পাবি
তরণী নিকটে
কাঁপবে ভয়ে তোর দাপটে
পাপের বাহাদুরি
আল্লাহকে যে ভালোবেসে
পাইতে চায় জগতে
নূর মুহাম্মদ তরীর মাঝি
আগে হয় চড়িতে
হাশর মীযান পুলসিরাতে
দিবে পারের কড়ি