আমার মনের বেদনা
সব তোমার আছে জানা
আর কি করিব বর্ণনা
যা কিছু কথা ছিল
সকলি বলা হলো
দেখা করে দিও একটু শান্তণা
রাব্বানা
দেখা করে দিও একটু শান্তণা
তোমার প্রেমে কলঙ্কিনী
এই জগতে আসিয়া
বেঁচে আছি দিন রজণী
নয়ন জলে ভাসিয়া
হয়তো আমি নিরুপায়
শোধিতে জীবনের দায়
সহ্য করি দুঃখ কষ্ট যন্ত্রণা
যা কিছু কথা ছিল
সকলি বলা হলো
দেখা করে দিও একটু শান্তণা
রাব্বানা
দেখা করে দিও একটু শান্তণা
কত কিছু মনে আশা
শান্তি সুখের ভূবনে
আর্তনাদে কান্নার ভাষা
বাধা বিঘ্নের সামনে
হয়তো বেশি অভাবে
কর্ম দোষী স্বভাবে
ধৈর্য্য হারা ভুল চিন্তা ভাবনা
যা কিছু কথা ছিল
সকলি বলা হলো
দেখা করে দিও একটু শান্তণা
রাব্বানা
দেখা করে দিও একটু শান্তণা
পাষাণ পৃথিবীর বুকে
নির্মম মানুষের মন
স্বার্থ লোভে হিসাব চুকে
দয়া মায়ার আয়োজন
হয়তো হিংসা বিদ্বেষ
টুটুলের সম্পর্ক শেষ
ছোঁবলে বিঁষের দংশন ফণা
যা কিছু কথা ছিল
সকলি বলা হলো
দেখা করে দিও একটু শান্তণা
রাব্বানা
দেখা করে দিও একটু শান্তণা