নীল নীল নীলাঞ্জানা
কেন কর ছলনা কেন কর ছলনা
মনের বদল মন না দিলে
প্রেমের বদল প্রেম না দিলে
জীবনতো আর প্রাণে বাঁচেনা
কেন কর ছলনা কেন কর ছলনা
তোমার বুকের জায়গা জমি
বসত বাড়ি ঘর
বায়না দিলাম প্রেমের দামে
আমার এ অন্তর
দখল সুত্রে নিত্য দিলাম
সময় খাজনা
বীজ বুনেছি মনের মাঠে
বিশ্বাসের রোপন
ফুল ফসলের উৎপাদনে
সাজাবো ভূবন
তুমি আমার চির আপন
জীবন সাধনা
বন্ধকী এই চুক্তিপত্রে
হৃদয় অংশীদার
সফলভাবে চাষ করেছি
মনের মনিহার
পর্যবেক্ষণ রক্ষণ বেক্ষণ
ছিল ষোলআনা