আমার পাপে আমি দোষী
কার কাছে চাই জবাব
ভুল ত্রুটির মন্দ স্বভাব
ভালোবাসার অভাব


হইতাম যদি মনের মত বন্ধুয়ার কাছে
হইতামনারে কলঙ্কিনী জগতে মিছে
জ্ঞান বুদ্ধির বিবেক আছে
লাভ ক্ষতির হিসাব


কর্ম ব্যবহারে আমার অসন্তুষ্ঠ হয়ে
অভিমানে নিল বন্ধু মুখ ফিরায়ে
আমি কাঁদি বিষম দায়ে
শুনলো না নবাব


দিশেহারা এই টুটুলের উচাটন মন
ইহকালের পরকালের হারাইল মূলধন
ভোগ করি সারা জীবন
বেঁচে থাকার আযাব