কাঁদি দয়াল এই সংসারে
আপন কর্ম দোষে রে
ভবে মানুষ বানাইল দয়াল কিসে
ভবে মানুষ বানাইল দয়াল কিসে
মানুষের হয় এমন নীতি
কাজে কর্মে ভুল ভ্রান্তি
হিসাব কষে লাভ ক্ষতি
স্বার্থলোভে মিশে রে
মানুষ স্বার্থলোভে মিশে
ভোগ দখলে ছল কৌশলে
সত্য ন্যায়ের পথ ভুলে
আনন্দে মন হাসে রে
ভবে মানুষ বানাইল দয়াল কিসে
ভবে মানুষ বানাইল দয়াল কিসে
ষড়রিপুর কুমন্ত্রণা
বহুরুপির প্রতারণা
মানুষ দেখি ষোলআনা
সাধুর ছদ্মবেশে রে
মানুষ সাধুর ছদ্মবেশে
কাম ক্রোধ মোহ মায়া
ভয় ভীতির ছায়া কায়া
হিংসা বিদ্বেষ পোষে রে
ভবে মানুষ বানাইল দয়াল কিসে
ভবে মানুষ বানাইল দয়াল কিসে
অসহায় দুর্বল নির্যাতন
শক্তি শালীর শাসন শোষন
বাঁচার আশায় আন্দোলোন
প্রতিবাদে ফাঁসে রে
মানুষ প্রতিবাদে ফাঁসে
জোর যুলুম অত্যাচারে
টুটুলে রয় ভেবিচারে
ধন সম্পদ বিলাসে রে
ভবে মানুষ বানাইল দয়াল কিসে
ভবে মানুষ বানাইল দয়াল কিসে