কে তুমি বলোনা আমায়
কে তুমি ও ও ও কে তুমি
বলোনা আমায় কে তুমি
কেন যে তোমার নামে
মনোবীণা বাজে প্রেমে
জনমে জনমে সুর সাধনায়
বলে মন বলে প্রাণ বলে এই গান
হৃদয় জুড়ে তুমি ফুলেরি বাগান
বলে ঠোট বলে মুখ বলে এই চোখ
যত বলে ভালোবাসি লাগে যে সুখ
আমারি নিঃশ্বাসে বুক ভরা বিশ্বাসে
বেঁধেছি জীবনের আঙ্গিনায়
কিছু সুখ কিছু দুঃখ কিছু এই ক্ষণ
কান্না হাসিতে মায়ার এ বাঁধন
কিছু কথা কিছু ব্যথা ছোট ছোট ভুল
তোমার দুহাত ধরে খুঁজে নিব কুল
প্রেমেরি চাদরে সোহাগে আদরে
মিলন বিরহ মোহনায়