জীবন থেমে সেতো থাকেনা
হয়তো হাসি গানে নয়তো ব্যথিত প্রাণে
অঝোর ধারায় তার নিরব কান্না

জীবনে নেমে আসে যত পরাজয়
বুকের পাঁজর ভাঙ্গে জাগে মনে ভয়
আশায বাঁধে আবার স্বপ্ন নতুন
শান্তি সুখের খুঁজে ঘুরে সেতো ভূবন
দুঃখ কষ্টে থাকে জীবন গাঁথা
তবুও বাঁচার মাঝে পায় শান্তণা

পথে পথে চিহ্ন যা রেখে যাবে আকি
হয়তো পথের ধুলো দিবে সবি ঢাকি
চোখ থেকে মুছে যাবে একে একে মুখ
হয়তো চেনা অচেনা আপন প্রিয় লোক
স্মৃতির দহণে পোড়ে জীবন খাঁটি
শক্তি সাহস যোগায় অনুপ্রেরণা

নাম যশ খ্যাতি সেতো বাঁচার গৌরব
আপন প্রিয়জনের কাছে চির শৌরভ
জীবনের গতিবিধি যা ছিল তোমার
হয়তো কারো ক্ষতি কারো উপকার
আশার আলোতে সব হলো রঙ্গিন
আফছোস করি আমি অনুশোচনা