জীবন নামের রেল গাড়িটা
প্রেমের স্টেশনে
স্টপিজ করিয়া আছে
মানুষেরি মনে
বুঝে শুনে যাও ভ্রমণে
প্রাণে মিশে গোপনে
স্টেশনে গাড়ি স্টেশনে
কাউন্টারে টিকেট মাষ্টার
বসে আছে সন্ধানে
ভাৱোবাসার টাকা দিয়া
টিকেট কাটবে কোনজনে
ষোলআনা ভাড়া আদায়
আসন দিবে কন্ডিশনে
শান্তি সুখের প্লাটফরমে
বিশ্বাস ভক্তির ট্রেনে
নিরাপদে পৌছে যাবে
গন্তব্য ঠিক যেখানে
আনন্দ আর হাসি গানে
ঝক ঝকাঝক শব্দ শুনে
ভয় ভীতির যাত্রা শুরু
ভক্ত খোঁজে সহচর
মাইপা চলে ঘড়ির কাটা
প্রেমের গুরু অন্তর
অচেনা অজানা টুটুল
পাশে বসা সবজনে