(ধর্মের কাঁটা কবিতাটি সত্য সুন্দর পবিত্র হৃদয় দিয়ে এক অদ্বিতীয় চিরঞ্জীব অবিনশ্বর স্রষ্টাকে উপলব্দি করে তাঁহার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাঁহার সান্নিধ্যে থাকার জন্যে প্রতিটি মানুষের আনুগত্য স্বীকার করার উদ্দেশ্যে লেখা। কোন ধর্মকে অবমাননা করে নয় তবুও যদি কোন ধর্মের প্রতি অবমাননা হয়ে থাকে তবে বিষয় বিবেচনা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সবিনয় অনুরোধ করছি। টুটুল)
ধর্মের কাঁটা
কে রাম কে রহিম কে রহমান
কে হিন্দু বৌদ্ধু খৃষ্টান মুসলমান
ধর্মের পরিচয় না মানুষের জাত
কে কাকে কেন করছিস আঘাত
হায়রে ঈশ্বর ইয়া আল্লাহ ভগবান
মানুষ রচিল কোন দলিল বিধান
স্বাধীন সার্বোভৌম এক স্রষ্টা যিনি
ইবাদত বন্দেগী উপাসনা টানাটানি
মসজিদ মন্দির গির্জা প্যাগোডায়
পরম করুণাময়ের সান্নিধ্য কে পায়
নামাজ রোজা ভক্তি পুজার অর্চণা
কে পেয়েছে সত্য সন্ধানের ঠিকানা
সকলেরই আদি পুরুষের অনুসরন
সুচনা লগ্নে মহাপুরুষ ছিল একজন
স্রষ্টার ইচ্ছাতে সাজাতে মানব বাগান
আদি পুরুষের বংশ বিস্তার বর্তমান
প্রেম প্রীতির মায়ার বাঁধন ছিন্ন করে
মানব জাতির বসতি আজ বিশ্ব জুড়ে
ক্ষমতার দাপটে রাজত্বের অধিপতি
সম্পর্ক ভাঙ্গা গড়া ভুলে অতীত স্মৃতি
দাউদ ঈব্রাহীম মুসা ঈসা মুহাম্মদ
রাম কৃষ্ণ যীশু বৌদ্ধু বিশ্বের সম্পদ
যুগের বিবর্তনে মুণী ঋষীর পরিচয়
সাধু সন্যাসীর মর্মবাণী পৃথক নয়
বাইবেল কুরআন বেদ বিধানের কথা
কোথায় হিংসা বিদ্বেষের আসন পাতা
জন্মসুত্রেই পৈত্রিক ধর্মের যত দালাল
জগত জুড়ে মানব জাতি গড়েছে দেয়াল
স্বজ্ঞানে সুস্থ মস্তিস্কে কে খুঁজেছে ভূবনে
বিশ্ব বহ্মান্ডের নিপুন কারিগর কে সৃজনে
জন্ম মৃত্যু বাঁচিয়ে রাখেন যেজন বিধি
তাঁহার সন্তুষ্টি অর্জনে আছে কি উপলব্দি
এক অদ্বিতীয় মহান প্রভুর রহস্য গোপন
মানব হৃদয়ে পবিত্র সত্বায় করেছে কে ধারণ
আদেশ নিষেধ হুকুম জারি নিয়ে দ্বন্দ মানুষে
ধর্মের আড়ালে লুকিয়ে বৃথায় যেন তালাশে
পার্থীব জগতে জাগতিক ইচ্ছা শক্তির জ্ঞান
ক্ষুধা তৃষ্ণায় কামনা বাসনা পূরণের সমাধান
নিগূঢ় তত্বের চিন্তা চেতণায় বাঁচার সংগ্রাম
আশ্রয় খুঁজে পাপ পূণ্যের মাঝে হালাল হারাম
নাম যশ সুনাম খ্যতি গৌরব পৃথিবীর বুকে
আপন অস্তিত্বে যোগ্যতার লড়াই শান্তি সুখে
জয় পরাজয়ে লক্ষ্য নির্ধারণে কর্মফল প্রাপ্তি
অজ্ঞতার অভিজ্ঞতা অন্তরে বাড়ায় ভুল ভ্রান্তি
প্রকৃতির নিয়মে দিন রাত্রি সময়ের বেখেয়াল
পিতা পুত্রের স্বীকৃতির দাবী চলবে মহাকাল
আত্মপরিচয়ে কঠিন পরীক্ষা সহজ সমীকরণ
ধর্মের কাঁটায় ক্ষত বিক্ষত হচ্ছে মানব জীবন