ভবের মানুষ রইলি বেহুশ
রঙ্গিন ফানুসে দমের বাতাসে
মানুষ বাঁচবি কতদিন দমের বাতাসে


নিঃশ্বাস ছেড়ে নিবি নিঃশ্বাস
নাই গ্যারান্টি দমের বিশ্বাস
কখন জানি হয় সর্বনাশ
ফুড়িয়ে আসে


শান্তি সুখের আহার নিদ্রা
বাঁচার প্রয়োজন
জোর যুলুম শক্তির দাপট
ক্ষমতার শাসন
পেশাজীবির উপার্জনে
দমের বাতাস নাই ভূবনে
বেচা কেনা নাই দোকানে
দামের আপোষে


রোগে শোকে মানব জীবন
পাতা মরণ ফাঁদ
দুঃখ কষ্টে ধৈর্য্যহারা
করুণ আর্তনাদ
অভাবে হয় স্বভাব নষ্ট
ক্ষুধা তৃষ্ণায় লোভী শ্রেষ্ট
এই টুটুলে পথভ্রষ্ট
ভোগ বিলাসে