এই বাংলাদেশের ঘরে
পাকহানাদার চোরে লুকিয়ে
এক স্বপ্ন আশা বুকে
এখনো রয়েছে পথে দাড়িয়ে
দেশ প্রেমিক বীর সৈনিক
দেশ দ্রোহী নাকি বিদ্রোহী
শেয়াল সুকুন বেশে
উত পেতে আছে বসে গোপনে
সে তো বর্বর মীরজাফর
হায়েনার দোসর রয় ধ্যানে
শুধু ধ্বংসের লীলা খেলায়
মহা তান্ডব যায় চালিয়ে
দেশ প্রেমিক বীর সৈনিক
দেশ দ্রোহী নাকি বিদ্রোহী
একাত্তরের পটে
আবার গর্জে ওঠে রাজাকার
মুক্তির সংগ্রাম দিবেনা তার দাম
বিরোধী স্বাধীণতার
সে তো দুশদন এসো জনগন
দিব বাংলা থেকে তাড়িয়ে
দেশ প্রেমিক বীর সৈনিক
দেশ দ্রোহী নাকি বিদ্রোহী