ভালোবাসার হয় যদি বদনাম
ব্যথায় ভরা প্রাণ কাঁদে অবিরাম
জীবন হয়ে যায় চির নিলাম
মনের সুঁতোয় বুনে প্রেমের জাল
হৃদয় সাগরে ডুবে চিরকাল
ঢেউ ভাঙ্গা স্রোতে মিলন মোহনাতে
বিরহ ব্যথা আখিজল শেষ পরিণাম
ভুলেন মাশুল দিতে পুরোনো কথা
অতীত স্মৃতিতে কাঁটা গাঁথা
ক্ষত বিক্ষত মন ধূসর স্বপন
দুঃখের বাজারে সুখ চাওয়া হারাম