ভাইয়ের শালী বিয়াইন সাব
দেখায় কত ভাব
জানে না সে এই জগতে
মাইয়ার নাই অভাব
বোনের দেওরা বিয়াই সাব
কোন দেশের নবাব
জানি তোমার বায়োডাটা
ভালোনা স্বভাব
নিজেকে সে মনে করে
কমলা সুন্দরী
জানে নাতো আমার পিছে
ঘুরে হুর পরী
জানি আমি সবি জানি
বিয়াইর বাহাদুরি
ভেজা বিড়াল বাঘের মত
হতে চায় শিকাড়ী
নাক গলাইয়া নষ্ট করে
সুস্বাদু কাবাব
চোখ জুড়ানো মন ভোলানো
রুপের ছল চাতুরি
ফিল্ম স্টার নায়িকার মত
ডায়লগ মারে ভারি
মাথা মোটা বলদা বেয়াই
কত দিলাম আড়ি
কাকতাড়ুয়ার সং দেখিলে
লজ্জায় আমি মরি
নির্লজ্জ বেহায়ার কথার
দেইনা কোন জবাব