চল এগিয়ে চল চল এগিয়ে চল
চল চল চল চল চল চল
পূর্ব দিগন্তে নতুন সূর্য আলো ঝলমল
চল এগিয়ে চল চল এগিয়ে চল
রক্তে ভেজা মাটির বুকে পা ফেলিস সাবধানে
হোঁছট খেয়ে পরে যাবার ভয় কেন তোর প্রাণে
অগ্নি ঝরা বজ্র কন্ঠে আন্দোলনের এই ডাক
বাধা বিঘ্নের দুর্গ প্রাচীর ভেঙ্গে চুড়ে সব যাক
হাতে হাত ধরে এক সাথে ও রে
বাড়াস শক্তি বল
স্বৈরাচারের শৃঙ্খল হতে মুক্তির মিছিল আজ
আকাশ পাতাল তোল কাঁপিয়ে পরতে মাথায় তাজ
শাসণ শোষণ বন্দির শিকল দাসত্বের গোলামী
মানিনা আর মানবনা কভু স্বাধীণ তুমি আমি
ঐক্য মোদের তীব্র প্রতিবাদের
এই শপথ অটল
পালাবে কোথায় হায়েনারা শেয়াল শুকুনের দল
শক্তি ক্ষমতার রাজত্ব যাদের জবর দস্তির দখল
বিনাশ করতে রাজ পথে আজ বিদ্রোহী জনতা
নির্ভিক আজ সাহসী মানুষ গড়েছে একতা
অধিকার বিহীন মানবতাহীন
দুর্যোগ মোকাবেলার