সস্তার বিছানায় লেগে থাকা চরম মুহূর্ত
রঙিন আবেগে মেশে একটু রঙিন তরল
একতাল কাঁদা-মাটি ঢোকে নারীর শরীরে
কি দোষ করেছিল ওই দশমাসি আবেগ ফসল
ওরা বাঁচে কাঁদা-মাটি নিয়ে খেলার আনন্দে
ওদের চাহিদা মহাজন সাজে দেনা-পাওনাই
কুমারী লজ্জা ভরে পলিব্যাগে রোজ রোজ
তাল তাল প্রাণগুলো ঠাঁই পায় সূচের আগায়
গুটিকতো জন্মায় তবু জন্মানো দোষ তাই
ঠিকানা বরাদ্দ জোটে শেয়ালের কোপ
সস্তার বিছানায় সুখটাই রাজা হয়
আর মারা পরে রোজ কিছু উলু-খাগড়ার ঝোপ ।।