আমি বহুদিন ধরে দাঁড়িয়ে তোমাদের মাঝে মূর্তিমান
দাঁড়িপাল্লায় পাপের হিসেব করি
দুধে কতটা জল মেশালে রং দুধের মতোই সাদা থাকে
তার হিসাবের দায়ভারও আমার নির্ভুল হাতে
আমি থেমিস, আমি আইনের দেবী
পাড়ার মোড়ে মন্ত্রীর ডান হাত যখন
জোয়ান ছেলেটির নলি প্রকাশ্যে কাটে
তখন কানে ফিসফিস কেউ বলে যায়
"আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টারমশাই"
আর আমি চোখে পট্টির ফাঁস শক্ত করি কাঁপা হাতে
পরদিন সকালে সেই মন্ত্রীর ডানহাত যখন
সদ্য যুবতীর বুকে গলায় পায়ের ফাঁকে রক্তের হলি খেলে
আমি তখন আদালতে দাঁড়িয়ে তড়িঘড়ি দাগ মুছি
চাপ চাপ রক্তের দাঁড়িপাল্লায় ক্ষমতার চাপে
আমি থেমিস, আমি আইনের দেবী
কোটিপতির গাড়ির চাকার নিচে লেপ্টাই ফুটপাতিয়া
আর টাকার গন্ধ ঢেকে দেয় চালকের মুখে দামি মদের গন্ধ
তবুও চোখের পট্টি খুলে আমি কিচ্ছু করতে পারিনি
সেদিনও আমি গন্ধ বিচারে মদের গন্ধ খুঁজিনি
মো মো করা টাকার গন্ধে কিচ্ছু করতে পারিনি
আমি থেমিস, চোখের পট্টি খুলে ওরা আমায়
হাত-পা বেঁধে চোখে আঙ্গুল দিয়ে চিনতে শিখিয়েছে
আইনের চোখে কে অধিকারী আর কে অসমান
চড়া দামে অপরাধীর ঘরে শো-পিস করেছে আমায়
মুখোশ আড়ালে বলতে শুনেছি মেরা ভারত মহান
আমি প্রতিদিন দেখি কত নির্দোষ প্রাণ
ডুকরে ডুকরে কাঁদছে
আমি প্রতিদিন দেখি অশোকস্তম্ভে
ধীরে ধীরে জং ধরছে
দুর্নীতি জং আর্সেনিক হয়ে রক্তে মিশেছে রোজ
গ্রীসীয় দেবী থেমিসও পেলোনা এ রোগে এন্টিডোট
আমি কিচ্ছু করতে পারিনি
তবু বিশ্বাস রেখো আমার উপর, থেমিস আসা ছাড়েনি ।