বসন্ত আসবে বসন্ত যাবে
দুটো শরীর-মন প্রায়শই খারাপ হবে
ভিনদেশী পাখিরাও জমায়েত হবে শহরে,
শহরের রং হয়তো একদিন বদলে যাবে
নীল-সাদা রঙের শাড়ি অপ্রিয় হবে তিলোত্তমার
জোড়া পায়রাগুলোর কেউ কেউ উড়ে যাবে
শেষে সবাই খুঁজে পাবে সঠিক চিলেকোঠা
তখনো ভোরের শরৎ শিউলির চাঁদর পাতবে উঠনে
সেদিনও হটাৎ তোমার সাথে দেখা হতেই পারে
বাসে ট্রামে অথবা বিকেলের পার্কে দোলার পাশে
হয়তো সেদিন তুমি অনেক দায়িত্ববান
হয়তো আরেকটি ছোট্ট হাত ধরে আছো যত্নে
হয়তো মাতৃত্বের সাজে সেদিন আরো সুন্দর দেখাবে
হয়তো সেই ছোট্ট মুখটাতে অবিকল তুমি খুঁজে পাবো আমি
হয়তো সেদিন আর ব্যারিকেট মানবেনা এই আবেগ
মুহূর্তে আর গুনবো না পাশে কতগুলো তির্যক উপহাস
ভাববো না কেউ পাগল ডাকবে বলে
মাপবো না কজনের "আহা"-র পেছনে কতটা তৃপ্তি লুকিয়ে
ছুটে গিয়ে জড়িয়ে ধরবো শ্রেষ্ট চাওয়ার অপ্রাপ্তিকে
সেদিন সরিয়ে নিওনা তাকে জোড় করে
বহুবছরের জমা জলে সেদিন আমার চোখকে স্বাধীনতা দিও
ছোট্ট তুমিকে আঁকড়ে সবটুকু জমা জলে ভিজতে দিও তাদের
প্রিয় অপ্রাপ্তির হাতেই মহূর্ত বাঁচতে দিও আমায় ।