আমি নিশ্চিত, তুমি-আমি "প্রাক্তন" হবো না,
কখনো না !
তেত্রিশ বছর পরও কথা রেখে যাবো, হবে না যন্ত্রনা !
আমি নিশ্চিত, আমি সইতে শিখেছি শতগুন বেশি
যত না পুড়েছি, তারও বেশি অসার করেছি নিজেকে
যেনো অবশেষে, সারহীন সহ্যরা প্রিয় নাম ধরে রাখে
সজীবনী জরুরি, তাই কাছিমের 'পিঠ-শেল' খুব বেশি,
আজকাল ভালোবাসি !
আমি নিশ্চিত, তুমি-আমি "প্রাক্তন" হবো না,
কখনো না !
"তেত্রিশ বছর হয়ে গেল কেউ কথা রাখেনি",
না না, তোমাকে বলতে দেবনা !