সমুদ্র নাকি সব ঠিক করে দেয়
ফিরিয়ে দেয় প্রিয় কিছু দুহাত ভোরে
আমার প্রিয়া কোথায় যেন হারিয়ে গেছে
দেখবো কেমন মান ভাঙিয়ে ফেরায় তারে
আমি শুধু তার ফেরাটুক দেখার অপেক্ষায়
কাটিয়ে দেবো সহস্র কাল তীরের সাথে
ও আসুক ফিরে একলা বিকেল ঢেউয়ের বেশে
আমায় অবেলাতে আছড়ে ফেলে ভিজিয়ে দিতে
আমি অবেলাতেও ভিজতে রাজি তোর জন্য
যদি বালুকা হয়ে আমায় তুই জড়িয়ে ধরিস
পিছন থেকে নিঃশব্দে হটাৎ এসে
যদি জাপটে ধরে চুপিসারে আদর করিস
অনাদরে বাদরটা তোর হাপিয়ে উঠেও
তোর জন্যই লিখতে পারে মুক্ত বাতাস
হাপিয়ে উঠেও ছুট্টে আসে তোর পাড়াতেই
যদি কাছে টেনে আরেকটিবার প্রেমিক পাতাস
জানিস কি, বেশ কিছুদিন যাবত ধরে
মৃত্যু বেথা সমস্ত দিন আমার শিরদাড়া বেয়ে নামে
রাত ভোর হয় ব্যথার ব্যাভিচারে
প্রতিরাতে মৃত্যু যেন সীমান্তে এসে থামে
তোর জন্য ভালোবাসা এই সৈকতের থেকে বড়ো
বুক পকেটে চোরা বালির একটুখানি ভয়
যখন তোর নরম গালটা আমার কাঁধে রাখিস
হটাৎ করে মন্দারমনিও সুইসেরলান্ড মনে হয় ।