প্রিয় সান্তা,
পারবে রঙিন কাগজে মুড়ে উপহার করে
বাবার মৃত কোলটা আবার ফেরাতে ?
তুমি পারবে চার বছরের সহধর্মিনী
সদ্য প্রাক্তনীকে এ বুকে ফেরাতে ?
পারবে মোজা ভরে কিছু পুরোনো শান্তি
আর ভাঙা বিশ্বাস জুড়ে ফেরাতে ?
তুমি পারবে কি দিনের শেষে অর্থাভাবের
কষ্ট কিছুটা ভোলাতে ?
পারবে তুমি ভাঙাচোরা এক সাজানো জীবন
পুনরায় ফের সাজাতে ?
এক পতি হারা মায়ের অনন্ত ব্যথা ধরাতে পারবে
পিঠে রাখা তোমার ওই ছোট্ট লাল ঝুলিতে ?
জানি কোনোটাই পারবে না তুমি...
তুমি শুধু পারো সেই ছোট্ট বাচ্চাগুলোকে ভোলাতে
যাদের বাস্তবটা এখুনো কার্টুন চ্যানেলেই সীমিত
তুমি শুধু পারো তাদের গল্প শোনাতে যারা
রবীন্দ্রনাথ বা শেক্সপীয়ার নয় সিন্ডারেলাতেই মত্ত
তাই,
যেনো কোনো বড়ো আর বড়দিন রাতে
বুকবেঁধে ওই কার্নিশটাতে মোজাটা ঝুলিয়ে রাখে না
ওরা বুঝে গেছে তোমার ছোট্ট ঝুলিতে
বড়োদের সুখ আঁটে না !