ঘুরে দেখ তুই
এঁকেবেঁকে চলে গেছে ফিরে যাওয়ার পথ
ট্রাম লাইনের মতো শহরের রাস্তা মেখে
ঘুরে দেখ তুই
ও পথের বাঁকে বাঁকে দাঁড়িয়ে আমি
হাসি মুখে বুক পকেটের ফাঁকে কান্না ঢেকে
ভয় নেই তোর
টেনে ধরবো না ওই ছুড়ে দেয়া প্রেম
আমার ক্লান্ত আঙুলের ফাঁকে
ভয় নেই তোর
অভিমান সব ঘুড়ি হয়ে যাবে
উড়ে যাবে চিরকুট পাখিদের ঝাঁকে
ওই দেখ পথ
বসন্ত জড়িয়ে বসে তোর পথ চেয়ে
আরেকটি নতুন গপ্পের ভূমিকায়
ওই দেখ পথ
দেরি হয়ে যাবে এই বেলা যা তবে
এখানে গুমোট এখন, শ্রাবনের ভয়
সুখে থাক ভালোবাসা
তোর ঠোঁটের ফাঁকে জায়গা করুক নতুন বসন্ত
আর আমি বহুক্রোশ দূরে একলা দাঁড়াবো
সুখে থাক ভালোবাসা
তোর নির্ঘুম রাত প্রেম জ্বরে হোক ভোর
আমি বহুদূর থেকে চোখ মুছে জ্যোৎস্না ছড়াবো ।