জীবন আর মৃত্যুর মাঝে যে একটুখানি ফাঁকা জায়গা
সে আর কিছুই নই, আরেকটি ছোট গল্পের রেশ
ছোট গল্প ছোট থেকে বড় হয়, বুড়ো হয়
আত্ম, স্বার্থ, নিঃস্বার্থ মিশেলে পরিণত হয় বেশ
অল্প কিছুটা প্রেম, পেতে চাওয়া থেকে ভুলে যাওয়া
আদ খাওয়া চাহিদাকে অন্যের দেহে ফিরে পাওয়া
পৃষ্ঠার ভাঁজে ভাঁজে কিছু নামও চিরইতি হয়ে যায়
চিতা কাঠ হয় গল্পের স্তবকে অমোঘ পরিণয়
জীবন আর মৃত্যুর মাঝে ফাঁকা জায়গার কাছে
কিছু মন একসাথে সহবাসে বৃত্ত বানাই
হাই-ওয়ে শেষে শুরু আঁকাবাঁকা সরু রাস্তার বাঁক
এক গল্পের মাঝে শত অণু গল্পের লড়াই শেখাই
শুধু যদি এতটুুক পরিসর গল্পের মাপকাঠি হয়
কর গুনে পৃষ্ঠার যোগফল জেনে শেষে বোঝা যায়
এত প্রাপ্তির হাসি জড়ো করে কৃশ জাইগায়
ধরানোটা বড়ো দায়, তৎপরে কান্নাকে মনে রাখা
তথা পৃষ্ঠার অবিচার, তথা মূর্খের সঞ্চয়...