ঝড়ের আওয়াজ যখন জানলা কপাটে উদ্ধত
ছুঁয়ে ফেলে সূক্ষ্ম ভুলগুলো,
আমি একতাল কাদামাটি ঘাঁটি রাতভর ধরে
মৃত গোঙানিরা শব্দ বিহীন, জানে উপধান তুলো ।
সময়ের তিন কাঁটা চায় অবাধ চারণভূমি
গেলাসটা খালি হলে রাত আরো ফাঁকা লাগে
অপলক চোখ ভোর হওয়া দেখে, পাখি ডাকে
কোলাহল বাড়ে রাস্তায়, আমি বাস্তবে নামি ।
তারা চলে গেছে যারা যাবার ছিল,
একা হাঁটা সোজা নয়, কিছু ফিরেও এলো ।
ততদিনে বুঝে গেছে হাতের আঙ্গুল,
কার সাথে হাঁটা যাই, কে ছিল ভুল ।