কলঙ্কিনী রাধার চেয়ে কৃষ্ণকলি ভালো
সন্ধ্যা বাতি দাওয়াই বসে যখন তুমি জ্বালো
কলঙ্কিনী রাধার নহে, কৃষ্ণকলির বুকে
একটি ভ্রমর খেলা করে জিবনভোরের সুখে
কলঙ্কিনী রাধার গায়ে শত নখের আঁচড়
কৃষ্ণকলি ঠোঁটে মাখে তোমার প্রথম আদর
কলঙ্কিনী রাধার হাসি, যুদ্ধ জয়ের দায়
সল্প চাওয়া কৃষ্ণকলির সঞ্চিত হৃদয়
কৃষ্ণকলির রূপ মাপছো রঙের বিচারক ?
খবর রাখো মধ্যরাতে তারও ভেজে চোখ ?
ফর্সা সমাজ ঠোঁটের কোণে সভ্যতা বেশ কালো
তাই কলঙ্কিনী রাধার চেয়ে, কৃষ্ণকলি ভালো ।