তথাপি সম্পর্কটা ভেঙেই গেল
বছর চারেক কাটিয়ে ছিল পরিচিত জুটি
পচা সুতো গেরো বেঁধে কদিনি বা চলে
তা দিয়ে আবার বাঁধার চেষ্টা নতুন ঘরের খুঁটি
সুতো ছেড়া কলম খোঁজে অন্ধ গলির সুখ
ওষ্ঠ ঘিরে বাড়তে থাকা কাঙ্খিত চাপদাড়ি
যদি অবলীলায় খুঁজতে পারো নতুন কোনো মোরগ
আমিও তবে নতুন ঠোটে কবিতা আঁকতে পারি
তবুও যেনো মনের ওজন ডিগবাজি দেয়নি
কাম চাইনি নতুন খাঁজে শরীরি বান ডাকুক
নতুন মোরগ তোমায় নাহয় জাগাক প্রতি ভোরে
এই ডাইরী বরং কয়েক দশক অন্তঅমিল রাখুক ।