কোনটা প্রাসঙ্গিক আর কোনটি অপ্রসঙ্গ
নিরীক্ষনে তা বেলা বেড়ে মধ্যাহ্ন
বিশ্বব্যাপী ভেজাল শাসনে সন্ধ্যা বড়ো তাড়াতাড়ি নামে
তবু কিঞ্চিৎ বাকি আছে, সন্মুখে অপরাহ্ণ
সেই বাড়তে থাকা সকাল,ভালোবাসা-টুকিটাকি মোহমায়া
পার্কের তৃতীয় বেঞ্চ,হটাৎ স্পর্শ চিনেবাদাম খোলার মতোই নগণ্য
তার অশ্রু কি এখুনো আমাকেই খোঁজে
কে জানে! মধ্যাহ্ন ছাড়িয়ে জীবন খুঁজছে অপরাহ্ণ
ঘড়ির নিয়মে হাওয়া বয় দক্ষিণ কোণে
প্রাপ্তির হাসি পাই, কিছু কষ্টও পুষি তার জন্য
তবু বেলা বেড়ে গেছে, তাই স্মৃতিগুলো মিছে
আজকাল কবিতার বাই তার হেতু নয়
শুধুই কবিতার জন্য, মধ্যাহ্ন পেরিয়ে সম্মুখে অপরাহ্ণ ।।