শালের বনে ভর দুপুরে বাউলের একতারা
হটাৎ করে কণ্ঠ-তালে তোমায় খোঁজে
বৃন্দাবনে কদম শাখায় কেষ্ট বাঁশি
কলস কাঁখে ঘর ফিরতি তোমায় ডাকে
ছোট্ট শিশুর ঘুমের দেশে ব্যাঙ্গমাটা
সঙ্গে তোমার আকাশ পাতাল উড়তে থাকে
আড়াল পেলেই বিকেল শেষে প্রেমিক যুবক
জাপটে ধরে তোমার ঠোঁটে ঠোঁটটি রাখে
প্রতিদিন প্রতিরাত শুধু তুমি তুমি আর তুমি
তোমাতে ভেদহীন একতারা থেকে কৃষ্ণ-বাঁশি
তোমাকেই কেউ সাহস অভাবে বলতে পারেনি
গিটার বাজিয়ে ওয়েস্টার্ন সুরে ভালোবাসি
আদি যুগ থেকে এক অদৃশ্য সেতু পথে
একাকার হয় হরি থেকে কলির গোবিন্দ
তিলোত্তমা সাজে বৃন্দা নিরালা নন্দনে
তবে ক্ষতি কি হতে সভ্যতা ভুলে সাময়িক মন্দ
কখনো তুমি বাউলিনি, কখনো শিশুর ব্যাঙ্গমী
কখনো বংশী সুরে আত্মহারা কুঞ্জবনে রাধিকা
আবার ডেনিম জিন্সে কানে হেডফোন ট্যাটু
বারের টেবিলে এককোনে বসা সদ্য যুবতী প্রেমিকা
আদতে তুমি পুরোটাই ভ্রম
তবু কবির হৃদয় কি মোহে কাঁপে
তোমাকে ঘিরেই কোটি কবিতা জন্মে
কোনো অজানা আদিম রক্তচাপে
আদতে তুমি পুরোটাই ভ্রম
শুধু মিশে আছো অজানা আদিম রক্তচাপে
কোনো অজানা আদিম রক্তচাপে...