সমুদ্রে উঠেছে ঢেউ,
স্নানার্থী তরুণীর ঠোঁটের ফাঁকে
চুলের ঝাপটায়, আজ কোন ছন্দ নেই।
নিঃশব্দে টুপ করে পেটের ভিতরে ঢুকে যায়
সূর্যতাপ, নিভে যায়,
চরাচরে জেগে ওঠে
একশ কন্ঠের ফিসফিসানি।
ফসফরাস জ্বেলে নিয়ে মাথা কুঁটে ভেঙ্গে যায়,
সফেদ ফেনিলে ভর করে ছুটে আসে রক্তপিপাসা-
এক এক শরীরে,
লেপ্টে থেকে হামাগুড়ি দেয় অনাকাঙ্ক্ষিত কেউ।
তুমি নেই বলে
ঝাউবন দুলিয়ে একা একা ছুটে যায় হাওয়া।
মাছের প্রলুব্ধ পলকহীন চোখে,
উল্লসিত কামে,
তোমার সানিধ্য ছাড়া
উত্তাল সমুদ্র শান্ত হয়ে
হঠাৎ পায়ের কাছে এসে থামে।
১৯-১০-২০১৬
MIST
Mirpur Cantonment
Dhaka, Bangladesh.