আমি মস্ত এক অসুখে পড়েছি,
বুকে ব্যথা।
বুকের বাঁ পাশে চিনিচিনে ব্যথা।
দেশের সব নামী বিশেষজ্ঞের
দামী ঔষুধ কেশটিও ছিড়তে পারছে না।
আমি অসুস্থ্য হচ্ছি,
আমার অসুখ গাঢ় হচ্ছে ক্রমান্বয়ে।
ফুটপাতের সব শেকড়, বাকড়, তাবিজ, টোটকা
কিচ্ছুটি করতে পারছে না।
আমি মৃত্যুর প্রহর গুনছি তাজবিহতে প্রতিদিন
একটা একটা করে।
আমার যন্ত্রণা বাড়ছে প্রতিনিয়ত,
কবর ব্যবসায়ী, নগ্ন পীর,
ভন্ড ফকিরের লালা,
পড়া পানি একটুও শান্তি দিতে পারছে না।
আমার বুকের চিনিচিনে ব্যথা বাড়ছে ক্রমান্বয়ে।
পৃথিবীর সব পদ্ধতি সব ঔষধ
সকল তেলেসমাতি শেষ।
সব কিছু চেখে দেখা শেষ।।
বাঁকি শুধু তুমি আর
তোমার গাঢ় গোলাপি মিষ্টি ঠোঁট।।
১২ মে, ২০১৫