তোমার বাঘ ভাল লাগে নাকি বিড়াল?
উত্তরে বলেছিলাম-
বাঘ, সুন্দর ডোরাকাটা বন্য বাঘ।
তারপর...
ঈষৎ নীলাভ আলোয় একটা বাঘিনী
ডোরাহীন শরীর নিয়ে ঝাপিয়ে পড়ল হিংস্রতার মাদক হাতে নিয়ে ।
বুক পিঠ আঁচড়ে পিছড়ে খুবলে খুবলে
ভিজিয়ে ভিজিয়ে নরম করে
গলাধঃকরণ করে ফেলল পিচ্ছিল আমায়।
ক্লান্তিতে শ্রান্তিতে হাবুডুবু খেতে খেতে
তলিয়ে গেলাম শৈবালের অভয়ারণ্যে ।

তারপর...
একটা বিড়ালের কোমল স্পর্শ আর হালকা মিষ্টি খুশবুতে পুনর্জন্ম আমার।

বিড়ালটা বাঘিনী হবার দিন গুনছে।।


৯ মে, ২০১৫