কেউ কি জানে
কতদূরে একাকী
পুড়ে জ্বলছে জ্বলজ্বলে
তারাটি?
কত কামনায় পুড়ে মরছে
তোমার ছাদে চেয়ে-
যখন তুমি ভেজা চুলে কাপড় নাড়ো।
যখন তুমি নৃত্যে তালে হাত পা ছোড়ো।

কে জানে,
কত ব্যথায় কত আলোড়ন তার বুকে;
একাকী জ্বলে মরে মস্ত আকাশে আস্ত
একটি নক্ষত্র।

যার আলো এখনো পৌঁছায়নি পৃথিবীতে।।

-২১ এপ্রিল, ২০১৮