পাশ দিয়ে নদীর স্রোতের মত বয়ে চলে সময়;
নিরবধি বয়ে যায়
বাকসো ভর্তি সারি সারি উৎকণ্ঠা মোড়ানো গল্প গুলো;
জানালায় হাত রাখে, আঙ্গুলে আঁকড়ে ধরে,
পকেটে বয়ে নিয়ে যায় জাদুর শহরের জাদু মাখা কিছুটা জাদু।
জীবন এখানেই; থমকে আছে বাকসো মধ্য বন্দি,
কিংবা চলমান মাকড়সার জালে প্রতিনিয়ত ভেল্কিবাজি করে চলে।
মুক্তি নেই;
গড়িয়ে চলতে চলতে ফুরসত নেই
এক ফোঁটা দাঁড়িয়ে তোমার হাতে গুঁজে দেব এক স্টিক টাটকা গ্লাডিওলাস।।

- ২৫ সেপ্টেম্বর, ২০১৮