❑
আমাকে লেখার মত তোমার কোন স্মৃতি নেই।
তবুও তোমাকে আচ্ছাদন করে থাকে আমার অনুভূতি
রক্ষা ব্যূহের ন্যায়-
ডালপালা ম্যালে, হাটি হাটি পা পা পৌঁছে যায় তোমার দুয়ারে।
জানালায় উঁকি দেয়, তোমার ঘুমকাতুরে মুখে নুয়ে পড়া চুল
বাতাসে কাঁপে এদিক ওদিক।
স্বজ্ঞারা ঝড়ে পড়ে অবলীলায়, কার্নিশ বেয়ে ওঠে
কপালের টিপে চুমু খায়।
ধীর পায়ে ফিরে আসে, পেছনে তাকায়
একবার। তোমাকে দেখে, গভীর নিদ্রার তলদেশ থেকে উঠে আসে লাস্য
ঢেউ, ঝাপটা মারে তোমার মুখে, তিরতির কাঁপে তোমার ঠোঁট।
তারপর এখানে ফুলে ওঠে আরও কিছু অনুরাগ, আঘাতে
আঘাতে জর্জরিত এক হৃদপিন্ড
আহত হয়ে মরে পরে থাকে প্রতিদিন প্রভাতে ।।
- ১৩ মে,২০১৮