একটু গাঢ় আবীর রং
কোথায় পাব,
বলতে পারিস?
কোথায় গেলে হাওয়ায় মাতাল
বুনো ঘাসের গহীণ কোণে
সদ্য ফোঁটা ফুলের
রেণুর গন্ধ পাব,
বলতে পারিস?
প্রজাপতি পাখার রং
কোথায় গেলে ছুঁতে পাব,
বৃষ্টি ফোঁটায় সব হাহাকার
কোথায় আমি ধুঁতে পাব,
বলতে পারিস?
পাহাড় চূড়ায় মেঘের মিলন-
কোন খানেতে ভালবাসা
ঝর্ণা হয়ে গড়িয়ে নামে?
তোকে চেয়ে সব আকুতি
কোথায় গিয়ে হঠাৎ থামে?
বলতে পারিস?
আলতো ছোঁয়া, হৃদয় ধোঁয়া
শব্দগুলি কোন কুঠরে
আঘাত করে,
কোন খানেতে ছন্দ হয়ে
দিবানিশি নিত্য বাজে।
নেশাতুর চোখের পাতা
কী কারণে? কে বিহনে?
হাঠাৎ হঠাৎ কেন ভেজে?
বলতে পারিস?
কোথায় গেলে-
ঘন চুলের গন্ধ পাব।
কালো চুলের ঝাপটা পাব।
আদর মাখা স্পর্শ পাব,
একটু খানি অভিমান আর
ভালবাসার সব টা পাব।
বলতে পারিস?
-ঢাকা ক্যান্টনমেন্ট, ২০১৩