~ ভোরের বেলায় ~
বৃষ্টি ভিজে ঘরে ফিরছিলাম
গত রাতের নেশা নিয়ে।
চোখের মধ্যে লেপটে আছে জগতের ক্লান্তি।
ঘরে ফিরছিলাম—
কয়েক বিন্দু লাল গোলাপের ঘ্রাণ নিয়ে,
নখের কোণে আটকে আছে গায়ে মাখা সুগন্ধি শাদা পাউডার।
হঠাৎ বিস্ফোরণ
পথের মাঝে।
ঘরে ফেরা আর হল না।
এলো পথে হাটতে হাটতে ভাবলাম,
ঠাণ্ডা হচ্ছে টেবিলের উপরে খুলে রাখা খাবার।
ভিজে যাচ্ছে পাইপের মাঝে তামাকের গুড়া।
মাংসের মধ্যে জমে উঠছে স্নেহ।
প্রতিদিনকার খবরের কাগজ
ছন্নছাড়া উড়ে বেড়াচ্ছে ঘর ময়।
কেউ আলো জ্বালিয়েছে বারান্দায়,
হন্যে হয়ে বুক থেকে ছিড়ে নেয়া ব্লাউজের একটা বোতাম
খুঁজে ফিরছে অবিরাম।
আমি হাঁটছি।
হাঁটতে হাঁটতে হচ্ছে ভোর।
২২/৯/২০১৯
পশ্চিম মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট
ঢাকা, বাংলাদেশ।