আরশোলা

পাতালে বহমান নর্দমার নিচে ওদের সৃষ্টি।
লালবর্ণ নীল হতে হতে কালো হয়ে যায়।
আচমকা নেমে আসে ঘাড়ে পিঠে; দাঁত বসায়
নরম মাংসল পাছায়। মস্তিষ্ক
রজ্জুতে ভরা ওদের হেমলক বিষবাষ্প।
পৃথিবী থামিয়ে ওরা সূর্য্য ঘুরায়।
চাঁদকে কেঁটে করে ফালি ফালি।
চাঁদরঙের আঁচড়ে কাঁটে মহাকালের ইতিহাস।

সেপটিক ট্যাংকে সাদা আড়শোলার আবাসে বর্ধিষ্ণু
অভিযোজিত কিছু কালো আড়শোলার বসবাস।

-০৪ মার্চ, ২০১৮




মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।