চারিদিকে এত ঢোল
কানে লাগে তালা
ফেসবুক যেন এক
সুলভ পানশালা।
কেউ দেখি মাতাল
আর কেউ নিশ্চুপ
কেউ কেউ নেচে-গেয়ে
দেখাচ্ছে রূপ।
কেউ করে টিকটক্
কেউ শুধু রীল
কেউ মারে ফুচকি
কেউ ছোঁড়ে ঢিল্।
কে যে করে স্তুতি?
কে কে মারে খোঁচা?
অবজার্ভার কে?
যায় সবই বোঝা।
কেউ ইউটিউবে
হয়ে ভাইরাল
কামাচ্ছে টাকা তাঁরা
খুব বেশামাল।
কেউ টাইমলাইনে
লিখে লিখে সারা
রাতারাতি পেতে খ্যাতি
পেরেশান তাঁরা।
বেচা-কেনা ভরপুর
অনলাইন হাট
তাঁরা নাকি ভ্লগার
ভারী ঠাঁট-বাট।
গোগ্রাসে খেলে তাঁর
ভিউ ভুরি ভুরি
ভাইরাল তাইই হয়
যা গাঁজাখুরি।
আজকাল মানুষের
কাজ নেই বুঝি?
লাইক, ভিউ দেখলেই
বোঝা যায় রুচি।
বিপরীত মতামতে
হাতাহাতি প্রায়
ভব্যতা, শিষ্টতার
সীমাটা ছাড়ায়।
নিজেকে জাহির করার
কী দারুণ বুক!
লাগেনাকো পাবলিশার
চাই শুধু মুখ।
চুন-কালি পড়ে যদি
সেই মুখটায়
ভাইরাল হবে তুমি
তোমাকে কে পায়?
মিডিয়া তোমার পিছে
ঘুরে হবে সারা
বলবে সবাই হিরো
হয়ে দিশেহারা।
এ তো গেলো নেতিকথা
ইতিকথা শোনো,
শিক্ষণীয় পোস্ট
আছে অগণিত।
যদিও এড়ায় তা
সুশীলের চোখ,
সস্তা বিনোদন
করে উপভোগ।
আমিও যে থেমে নেই
ভাসিয়েছি গা,
অন্যের খ্যাতি দেখে
লাগে হিংসা!
ভাবি, আমি একা খাবো,
তুই কেনো বাপু?
দূরে গিয়ে মরনা
জ্বালাসনা তবু।