এখানে বৃষ্টি হবে, তুমুল বৃষ্টি আজ!
অঝোর ধারায় মন্দ্রস্বরে দ্বন্দ্ব হবে
সকল কাজ-অকাজ
তুমি চেয়েছিলে, একদিন আমরা
ভিজবো দু’জন খুউব।
সাঁতার কাটবো একটা গোটা দুপুর
আমাদের উল্লাসে ভেসে যাবে
আর যত দুঃখের সাম্পান।
দূরে অবাক হয়ে থাকবে চেয়ে
চিরচেনা হংসমিথুনেরা,
শিখে নেবে নতুন কিছু জল ভাঙ্গানোর শিল্প।
আমিও চেয়েছিলাম, একদিন আমরা
ঝাঁপতালে সাঁতার কেটে
উত্তাল করবো কোন পুলপার।
চারদিকে সবুজ ছায়ারা
‘স্বাগতম’ ‘স্বাগতম’ ধ্বনি তুলবে,
ফুলেরা বলবে, “তোমরা এসেছো?
আমরা তোমাদের অপেক্ষাতেই ছিলাম।”
আর আকাশে থাকবে অবিরাম বৃষ্টি,
ঝরে পড়বে আমাদের মুখের উপর, বুকের উপর,
আমরা হাসবো আর ভাসবো,
সারা দুপুর কাটবো সাঁতার।
অবশেষে যেদিন আমরা প্রথম
গিয়েছিলাম সেই পুলপার, বারিধারায় ধারাপাত হয়ে
আনন্দে, আহ্লাদে তোমার হাত ধরতেই
তুমি অমন কেঁপে উঠেছিলে কেন?
চোখে তোমার অপ্রস্তুতের ছায়া,
তুমি লুকোচ্ছিলে কী?
ঝাপ দেবার আগেই দেখলাম
পুলের স্বচ্ছ জলে তোমার ছবি,
সেখানে তুমি আগে থেকেই ভাসছো, কাটছো সাঁতার,
সঙ্গে শুধু অন্য কোন মুখ,
তালতলার ছায়ে প্রতীক্ষায় দিনমান।
এখানে আজ বৃষ্টি হবে,
তুমুল বৃষ্টি আজ।
বাইরে মেঘের দামামা, শুনতে পাচ্ছো কি?
এখানে আজ বৃষ্টি হবে, বৃষ্টি হবে খুব
ওগো, আজকে আমি ভিজবো একা,
সাঁতার কেটে পার হবো না নদী কিংবা পুল
চোখে মুখে বৃষ্টি লাগুক, বাজুক বুকে খুব
সারা রাতের কান্নাগুলোর লাল নিশানা চোখে,
বৃষ্টি আসুক, বৃষ্টি ঝরুক, বৃষ্টি চোখে মুখে।
এখানে আজ বৃষ্টি হবে, বৃষ্টি হবে খুব।