আমি সেদিন গণিত বুঝেছি, যেদিন তুমি আমি দুই না হয়ে এক হলাম। সবকিছু তখন পৃথক থেকে এক হল। শুধু একটা একটা দিন চলে গেল, আর এক বিন্দু করে তুমি হৃদয়ে মিশে গেলে। ইচ্ছে হল, এক এক কুড়ি বছরে কুড়ি করে কেটে যাক। তুমি আমি জুড়ে থাকি এক ঘরে আর এক-এক আলিঙ্গন জুড়ে দুই প্রশ্বাস মিশে যাক, যেমন করে মেশে নদী সাগরের বুকে।
তোমার সাথে শহর জুড়ে বৃষ্টিবিলাস হোক একবার।
শীতের ধোঁয়ায় একটা গরম চিতই হোক।
কোনো এক নরম বিকেলে নৌকা ভ্রমণ হোক।
কাঠগোলাপ এর তলায় হোক একটা আবদার, তোমার চুলে গুঁজে দেবার ভালোবাসার ফুল!
রঙ তুলি দিয়ে না হোক স্বপ্নে তোমায় আঁকব, একবার ঘুম ভাঙার আগে।
কোনো এক সন্ধ্যায়, তোমার হাত ধরে রাস্তার ধারের সস্তা দোকানে যত্তসব হাওয়াই মিঠাই হোক।
এক পুরনো গ্রামের ধারের চায়ের দোকানে, মাটির চুলার চা হোক।
ভীষণ রোদে, হাতে-হাতে একটা-একটা আইসক্রিম হোক ভালোবাসার নামে।
মাঝে মাঝে একটা দুইটা চিঠির খামে বন্দি প্রেম পত্র দেয়া হোক।