আমি অদেখা আলোর গল্প শুনি,
লোকে বলে, আলো নাকি সোনার মতো!
আমি শুধু অনুভব করি আলোর উত্তাপ,  
যা মুখ ছুঁয়ে যায় আঁধারেও‌!

প্রতিদিন শুনি লোকেরা স্বপ্ন দেখে,  
আলোর রঙে আঁকে ভবিষ্যৎ!
আমার স্বপ্ন কেবল শব্দে গাঁথা,  
ছায়ায় ঢাকা এক দীর্ঘশ্বাসের পথ!

আলোকে ছোঁয়ার আকাঙ্ক্ষায়,
আমি নিরুদ্দেশে ঠাঁই দাঁড়িয়ে,
বুকে এক অন্ধকার পাহাড় নিয়ে!
যে পাহাড়ের চূড়া নেই,
ক্ষয় নেই!
যার আঁধারে শেষ নেই,
চিরনিদ্রাও নেই!

-ত্রয়ী সেন গুপ্তা।