নদীর ঢেউয়ের বুকে ভেসে যায় নৌকা,
যাচ্ছে চলে ফেলে আমাকে।
কোন এক অজানায়।
জানিনা কি হবে,
কে সাজাবে আমাকে।
নিজের আপনা হাতে।
ভুল গুলো যেন সব,
আমাকে দিচ্ছে ডাক।
নৌকার পিছু ছুটতে।
আমি নিঃশ এক অচেনা পথিক
পথ ভুলে হচ্ছি দিক বিদিক্।
পাবো কি তার সন্ধান?
যার কাছে রয়েছে আমার প্রাণ।