মনে চায় ভেঙে ফেলি হাত,
যে হাতে ধরেছি কলম।
শিক্ষিত হয়ে আজ বেকারত্বে,
ডুবে আছি হয়ে দুর্বল।
প্রতিবাদ  হচ্ছে না লাভ,
চাকরি টা দিবে কে?
হাজারো টেবিলে আমার বায়োডাটা,
ইন্টারভিউ দিতে দিতে গেছি হাঁপিয়ে।
জলছে বুক আত্মতৃপ্তির জন্য,
খুঁজে চলেছি চাকরি আমি,
পরিবারের অভিশপ্ত ছেলে হয়ে,
হারিয়েছি ভিটে মাটি সব জমি।