পাহাড়টার সাথে গল্প করতে আর আসেনা
ভেজা চোখের মতো ভেজা সাদা মেঘ
দিগন্ত জুড়ে কালবৈশাখী ঝড়ের  তান্ডব
অাকাশ কালো করে তোলে প্রবল ঝড়
বৃষ্টির জলে ভেসে যায় পাহাড়ের সবুজ জমিন।
তুমি চলে যাবার পর
বুকের নদীতে নেই জোয়ার ভাটার টান
সমুদ্রের পানে ছুটে যাবার অাকুলতা নিতে
শুক্লা দ্বাদশীতে কামনার জোয়ারে ভাসে না
পান কৌড়ি আর রাজহাস গুলো কোথাও দেখিনা।
তুমি চলে যাবার পর
পাখি গুলো বুকের বাগান ছেড়ে হারিয়েছে
সবুজ অরন্যে বিশালতায়, দুরের আকাশে
খা খা দুপুরে নির্জনতায় ফুলের বদলে  
অযত্নে বেড়ে  উঠে আগাছা আর গুল্মলতা।
তুমি চলে যাবার পর
হ্রদয় জুড়ে দহনের দাভানল, শোকের মাতম
নির্জন দুপুরের কাঠ ফাটা রৌদ্দুরের নির্জনতা
একাকীত্বের অক্টোপাস আর হতাশার কালোমেঘ
শুধু বেচে  আছে ভালোবাসার অনন্ত তৃষ্না।
২৯-০৩-২০২১ইং