তুই কি আমার
তুই কি আমার বাম পাঁজরে
সুখ নদীতে পা ভিজিয়ে চোখ বুঝবি সংগোপনে,
সবুজ বনে আমার সাথে
শংখনীল আর টিয়া খুঁজবি আপনমনে।
তুই কি আমার মনের সুখের অসুখ হবি
ছায়া হয়ে অষ্টপ্রহর আমার কায়ার সংগী হবি।
তুই কি আমার ভালোথাকার কারন হবি
সুঃখে দুঃখে বুকের খাঁচায় যত্নে রবি
রাত দুপুরে তুই কি আমার জোস্না দেখার সংগী হবি
দুর গগনের তারার মতো চাঁদের সাথে কথা কবি
তুই কি আমার ভাবনালোকে এক টুকরো আকাশ হবি
কাছে কিংবা দুরে থাকিস জানিস তবু মনেই রবি।