শূন্যতা
তুমি হীন শূন্যতায় একাকীত্বের
চাদর মোড়া না পাওয়ার অপুর্নতা
বড্ড বেশী আনন্দহীন, ভীষন সাদামাটা
বিষাদ জড়ানো নির্বাক সময়গুলো
পেন্ডুলামের মতো বুকের ভেতর
হাতুড়ি পেটায় অবিরাম তোমায় ভেবে।
ভালোবাসার মানুষটাকে ছুঁয়ে দেখার
একটা বার দু চোখে তাকিয়ে দেখার আকুতি
বুকের ভেতর জড়িয়ে ধরে কানে কানে
ভালোবাসি বলে দু চোখ বোঝার ইচ্ছে গুলো
তোমার অপেক্ষায় গুনে উপেক্ষা র প্রহর।
তুমি হীন শূন্যতায়  বেচে থাকাটা
কেবলই  যন্ত্রণার, ভীষণ কষ্টের
তুমি চুপ করে থাকলে নির্বাক হয়
আমার পুরোটা পৃথিবী নিস্তব্ধ নিশ্চুপ ।
বেচে থাকার ইচ্ছে গুলো হাওয়ায় উড়ে যায়
ফানুশের মতো সুদূর আকাশের ওপারে।
তুমি হীন সময়গুলো বোবা কান্নার মতো
অস্ফুট উচ্ছারনে বুকের ভেতর থমকে যায়।
ভালোবাসা গুলো তবু হারিয়ে যায় না
বাতাসেরা কানে কানে শীষ দিয়ে বলে যায়
ভালোবাসি ভালোবাসি।
১৬-০৫-২০২১ ইং