তোমার চোখের পদ্ম দীঘির
স্বচ্ছ জলে দেখি নিজের ছায়া
তোমার মুখের ছায়ার আদল
মোহনবাশী ইন্দ্রজালের মায়া
ডুব সাতারে আমি পাড়ি দেবো
পদ্ম দীঘির অথৈ গহীন জলে
তোমার মনে গহীন খুঁজে নেবো।
পথ হাটবো পথ হারাবো বলে।
আমায় তুমি মন গহীনে
হারিয়ে যেতে দিও।
অচিন পথের বাঁকে আমায়
তোমার সংগে নিও।
তোমার চুলের কালো রাতে
আমায় একটু চোখ বুঝতে দিও
হোক জোছনা কিংবা আধার আমায়
তোমার সংগী করে নিও।
দুজন মিলে অচিন পথে
জোড়া হাতে হাটবো পাশাপাশি
কথার মালায় গেঁথে দিলাম
বাকীটা পথ থেকো কাছাকাছি।