যারে পাখি মুক্তি দিলাম খুলে মনের দ্বোর
যে দিগন্তে ভালো লাগে ওই  আকাশটাই তোর
শূন্য বুকের শূন্য খাঁচায় থাকুক দীর্ঘশ্বাস
হোকনা যতোই মনের ঘরে দুঃখের বসবাস।
দুঃখ যতো থাকুক আমার সুখ গুলো সব তোর
তোর দরজায় ভালোবাসার আসুক নতুন ভোর।
মনের খাঁচায় পুষে কি লাভ দুঃখ জলে ভেসে
জানিনা কি  ভুল করেছি তোকে ভালোবেসে।
ভেবেছিলাম তোকে নিয়ে করবো জীবন পার
তুই তো পাখি অন্য কারো হইলি না আমার।
মিছে মায়ার ভুবনটাকে কেন জড়ালি মোরে
বুকের খাঁচায় তবু কেনো নিত্য খুঁজি তোরে।
পাখি আমার একলা পাখি অহর্নিশি তোরে ডাকি
বুকের খাঁচায় তবু জানিস ভালোবাসা  আঁকি।
২৪-০৩-২০২১ ইং