আমার পোড়া মন আর দেখবে না তুমি
জানবেনা বুকের ভেতর কতটা কষ্টের নীল বিষ
যতই সুনামিতে লন্ডভন্ড হোক বুকের জমিন
তোমার কাছে পৌছবেনা কবু কষ্টের দাবানল।
কি ভীষণ অবহেলায় মাড়িয়ে যাও সবুজ পথ
অযত্নে তবু বেড়ে উঠে সবুজ দুর্বাঘাস
কি ভীষণ খেয়ালে বেখেয়ালী মন তোমার
মেতে থাকো আপন উল্লাসে আর আমি
মিশে যাই পথের ধুলায় কুয়াশার আবরণে
আপন খেয়ালে মেতে রই তোমাতেই সারাবেলা।
ভালো বাসলে বুঝি এই ভাবে অবহেলা পেতে হয়?
তবে কি ভুল সময়ে ভুল মানুষকে ভালবেসেছিলাম,
নইলে কি করে অমন তরো
অবলীলায় মাড়িয়ে যাও বুকের গোলাপ বাগান
অচেনার মতো অবহেলার পাল্লায় মাপো আজ
দু পায়ে লন্ড ভন্ড করে দাও বুকের জমিন
কোন অপরাধে সে প্রশ্নটাও করবো না কখন ও।
কষ্টের অনলে পুড়ে অঙ্গার হোক আমার পৃথিবী
তবু বলবোনা কভু ভালোবাসি তোমাকে।