খুব ইচ্ছে করে বৃষ্টি মুখর কোন এক ভোরে
তোমার কাছে যাই, শ্রাবণ মুখর সন্ধ্যায়
মোমবাতির আলোয় বসি মুখোমুখি দুজন
তোমার কাজল দীঘি চোখে তাকিয়ে পার করে দিই
একটা সকাল কিংবা সন্ধ্যা কি দীর্ঘ রজনী।
তোমার হাত দুটো মুঠোয় পুরে
চুপচাপ বসে থাকি অনন্ত কাল
জোড়া বদ্ধ হাতে তোমার পাশে হেটে যাই
সবুজ পাহাড়ী পথ সমুদ্র উপকূল
বিশাল সাগরের বালুতটে সুনীল আকাশের নীচে
তোমায় একটা পলক বুকের মাঝে জড়িয়ে
তোমার দু ঠোঁট থেকে শুষে নিই
যাবতীয় যন্ত্রনা, অবহেলার উপেক্ষা
লোনা জলে ধুয়ে ফেলতে চাই যাবতীয় কষ্ট।
তোমার চোখের ক ফোটা জল পেতাম যদি
মুছে ফেলতে পারতাম আমার সকল অবসাদ
নিরানন্দের জীবনটা তে বেচে থাকার ইচ্ছে গুলো
ডানা মেলতো লাল নীল প্রজাপতি হয়ে।
এই ভাবে বেচে থাকতে কার ভালো লাগে বল
এই ভাবে কি বেচে থাকা যায়?
তোমায় ভেবে ভেবে বোবা কান্নায় কাটানো
দীর্ঘ রাত গুলো যন্ত্রণার শেল হয়ে বিদ্ধ করে
বুকের পাঁজর প্রতিটা বিনিদ্র রাতে।
তোমায় খুব দেখতে ইচ্ছে করে এতটা দিন পর
তোমায় দেখে না নির্বাক দু চোখ কত সহস্র বছর।
২৩-০৩-২০২১ ইং