নিত্য সহচরী,কবিতা আমার।।

তুই কি করে খুঁজে পেলি
মনের দুয়ার  এত দিনের পরে,
চাঁদ বুজি তাই উঠলো আজি
আকাশটাতে রাতের পথ টা ধরে।।
তাই বুঝি আজ খুল লো তালা
মনের গোপন ঘরে।
খুলে দিয়ে বন্ধ কপাট
পথ যেখানে হারায়,
অালোক বর্ষ দুরে বুঝি
কইছে কথা মেঘে এবং  তারায়।
শেষ বিকেলের বৃষ্টি ধোয়া
আকাশ যেমন পরিপাটি
সাজায় ভুবন মেঘের পরে রোদ।
বৃষ্টি শেষে হিমেল হাওয়া
মিলিয়ে দিয়ে আকাশ মাটি
জাগায় বুঝি বোধ।
তুই কি রে সেই হিমেল হাওয়া
মেঘের পরে মেঘ ডিঙিয়ে
মনের কোন গোপন চাওয়া।
তোকে নিয়ে স্বপ্ন দেখার সে সব দিনের
কথা মালা শব্দ মালার ছবি
অনেক দিনের পরের গল্প তাই বুঝি আজ
সংগোপনে জেগেছে সেই কবি।